40992

08/19/2025 দেবের সঙ্গে সানি লিওনের সেই মুহূর্ত, ভাইরাল ভিডিও

দেবের সঙ্গে সানি লিওনের সেই মুহূর্ত, ভাইরাল ভিডিও

বিনোদন ডেস্ক

১৯ আগস্ট ২০২৫ ১৫:৩৫

টলিউড সুপারস্টার দেবের কেরিয়ার এখন মধ্য গগনে। কিুছুদিন আগেই মুক্তি পেয়েছে দেব-শুভশ্রীর ধূমকেতু। যেখানে দশ বছর পর ইন্ডাস্ট্রির এই জুটিকে দেখে রীতিমতো উত্তেজিত দর্শকেরা।

দেব-শুভশ্রীর প্রেম ভাঙার পর তোদের একসঙ্গে যে ফের দেখা যাবে, সেই আশা ছেড়ে দিয়েছিলেন সকলে। তবে ধূমকেতু আবার মিলিয়ে দিল টলিপাড়ার এই হিট জুটিকে।

আর এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেবের আরও একটি ভিডিও। যেখানে দেব রোম্যান্টিক ডান্স করছেন বলিউডের বেবিডল খ্যাত সানি সানি লিওনের সঙ্গে।

এমনিতেই দেবের জনপ্রিয়তা এখন তুঙ্গে। তারওপর বি-টাউনের নায়িকা সানি সানি লিওনের ক্রেজও কিছু কম নয়। আর দুই ইন্ডাস্ট্রির মানুষ পা মেলালেন একসঙ্গে। দেব পরেছিলেন সাদা রঙের কোট-প্যান্ট আর সানির পরনে ছাই রঙের শিফন শাড়ি।

দুই তারকাকে রোম্যান্টিক ডান্স করতে দেখা গেল দেবেরই হিট গান কী করে তোকে বলব, তুই কে আমার।

দেব-সানি সানি লিওনের সেই প্রেমে মাখো মাখো ডান্স মুগ্ধ হয়ে দেখছেন মানামি ঠাকুর ও মিঠুন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পুনরায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

তবে এটা সাম্প্রতিক কোনও ভিডিও নয়। চার বছর আগে সানি ও দেব ডান্স করেছিলেন ডান্স বাংলা ডান্স জুনিয়র সিজন ২-তে। সেটাই নতুন করে আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার সৃষ্টি করেছে।

‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’-এর ফাইনাল পর্বে এসেছিলেন সানি সানি লিওন। সেই সময়ই দেবের সঙ্গে তাকে পা মেলাতে দেখা গিয়েছিল। এই সিজনে বিচারকের আসনে ছিলেন স্বয়ং দেব। আর সেই সময়ই সানির সঙ্গে তাকে ডান্স করতে দেখা যায়।

এদিকে গত ১৪ আগাস্ট মুক্তি পেয়েছে দেব-শুভশ্রীর ধূমকেতু। ইতোমধ্যেই বক্স অফিসে তা অভূতপূর্ব সাড়া ফেলেছে। সিনেমা হলে এই ছবি দেখতে ভিড় জমাচ্ছেন দশর্কেরা। ছবি মুক্তির প্রথম দিন থেকেই দেব-শুভশ্রীকে দেখার জন্য হাউজফুল।

ধূমকেতুর সাফল্যের মাঝেই মুক্তি পেয়েছে দেবের রঘু ডাকাত-এর টিজার। যেখানে দেবের রঘু ডাকাতের লুকস সকলকে মুগ্ধ করেছে। পুজোর সময় মুক্তি পাবে রঘু ডাকাত। দশ বছর পর ধূমকেতু মুক্তি পাওয়ার পর যে সাফল্য এসেছে দেব ও তাঁর টিম মনে করছেন চার বছর পর পুজোয় মুক্তি পাওয়া রঘু ডাকাতও একই সফলতা নিয়ে আসবে।

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]