নাটোরের লোকমানপুর রেলস্টেশন এলাকায় রেললাইন ভেঙে যাওয়ায় কয়েক ঘণ্টা ধরে ট্রেনগুলো ধীরগতিতে চলাচল করেছে। পরে দ্রুত মেরামত কাজ সম্পন্ন হওয়ায় দুপুরের পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে নিয়মিত পরিদর্শনের সময় রেলের কর্মীরা লাইনের ওই অংশে ফাটল চিহ্নিত করেন। তাৎক্ষণিকভাবে নিরাপত্তার স্বার্থে ভাঙা স্থানে পাটের বস্তা গুঁজে দেওয়া হয়। এতে সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়। এ সময় কমিউটার, ঢালারচর ও বরেন্দ্র এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন ধীরগতিতে ওই অংশ অতিক্রম করে। পরে দুপুরের মধ্যে রেলকর্মীরা ভাঙা অংশ মেরামত সম্পন্ন করলে স্বাভাবিক গতিতে ট্রেন চলাচল শুরু হয়।
রেলমিস্ত্রি মোস্তাক আহমেদ বলেন, সকালে লাইনে ফাটল দেখে সঙ্গে সঙ্গেই কাজ শুরু করি। অল্প সময়েই মেরামত শেষ হওয়ায় ট্রেন চলাচল এখন স্বাভাবিক।
আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান জানান, মেরামত কাজ শেষ হওয়ায় বর্তমানে সব ট্রেন আগের মতো চলাচল করছে।
এসএন/রুপা