41045

08/20/2025 বিসিবি সভাপতির বৈঠকে যা বললেন লিটন-মিরাজ ও কোচ

বিসিবি সভাপতির বৈঠকে যা বললেন লিটন-মিরাজ ও কোচ

স্পোর্টস ডেস্ক

২০ আগস্ট ২০২৫ ০৯:৫৮

এশিয়া কাপকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। এরই মাঝে অবশ্য তারা নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রস্তুতি পূর্ণ করার আরেকটি সুযোগ পাচ্ছে। যদিও অধিনায়ক লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও কোচ ফিল সিমন্স দীর্ঘমেয়াদে ভালো করার লক্ষ্য জানিয়েছেন।

এদিকে, গতকাল (মঙ্গলবার) সকাল ১০টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বৈঠকে বসেছিলেন মিরাজ-নাজমুল হোসেন শান্তরা। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে অস্ট্রেলিয়া থেকে সোমবার দেশে ফেরেন বিসিবি সভাপতি। বৈঠকে চুক্তিতে থাকা ক্রিকেটার ছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন। টানা তিন ঘণ্টার সভায় কথা হয়েছে অনেক বিষয় নিয়ে। ক্রিকেটাররাও নিজেদের ইচ্ছা ও লক্ষ্যের কথা জানিয়েছেন।

টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বলেন, ‘আমরা যদি প্রতিশ্রুতিবদ্ধ ও মনোযোগী হই, আমি বিশ্বাস করি আমাদের ত্যাগ আগামী দিনে ফল হিসেবে অনূদিত হবে।’ পরে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন স্থানীয় কোচ নিয়ে, ‘যদি আমরা এই শক্তিগুলোকে এক করতে পারি, তাহলে এমন একটা পরিবেশ তৈরি করতে পারব, যেখানে খেলোয়াড়রা তাদের গড়ে তুলতে পারবে আর সেরা পারফর্ম করবে।’

জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স বলেন, ‘জাতীয় দল বাংলাদেশের পতাকাবাহক। এখানে যে পরিমাণ সহজাত প্রতিভা আছে, সম্ভাবনা অনেক। খুব কম দলই বাংলাদেশের মতো পরিশ্রম করে। কিন্তু প্রতিভা ও চেষ্টার সঙ্গে একতা এবং দিকনির্দেশনাও দরকার। আমাদের লক্ষ্যগুলোকে এক করতে হবে। একে অন্যকে সমর্থন দিয়ে একসঙ্গে বেড়ে উঠতে হবে, এভাবেই দীর্ঘ মেয়াদে সাফল্য অর্জিত হয়।’

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]