41100

08/20/2025 কামরাঙ্গীরচরে ডাস্টবিনের পাশে যুবকের অর্ধগলিত লাশ

কামরাঙ্গীরচরে ডাস্টবিনের পাশে যুবকের অর্ধগলিত লাশ

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট ২০২৫ ১৬:৫৩

রাজধানীর কামরাঙ্গীরচরে ব্যাটারি ঘাট এলাকার একটি ডাস্টবিনের পাশ থেকে মো. সাব্বির নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) সকালে কামরাঙ্গীরচর থানার এসআই ওমর ফারুক খান এ বিষয়ে নিশ্চিত করেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে স্থানীয়রা ডাস্টবিনের পাশে লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। রাতের দিকে লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত সাব্বির কামরাঙ্গীরচর হুজুরপাড়ার খালেক মিয়ার ছেলে। তিনি একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন।

কামরাঙ্গীরচর থানার এসআই ওমর ফারুক খান বলেন, নিহতের বয়স আনুমানিক ২০ বছর। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও পরিষ্কার নয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]