41131

08/21/2025 রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা স্থগিত রেখেছেন ইলন মাস্ক

রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা স্থগিত রেখেছেন ইলন মাস্ক

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট ২০২৫ ০৯:২২

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা আপাতত স্থগিত রেখেছেন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘনিষ্ঠদের তিনি জানিয়েছেন যে এখন তিনি নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর দিকেই মনোযোগ দেবেন। খবর রয়টার্স।

গত জুলাইয়ে ইলন মাস্ক ‘আমেরিকা পার্টি’ নামের একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কর কমানো ও ব্যয় বিল নিয়ে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়ার পর তিনি এই পদক্ষেপ নেন।

কিন্তু ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে মাস্ক যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সম্পর্ক মজবুত করার দিকেই মনোযোগ দিচ্ছেন। তাঁর সহযোগীদের কাছে মাস্ক স্বীকার করেছেন, নতুন রাজনৈতিক দল গঠন করলে ভ্যান্সের সঙ্গে তাঁর সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]