41133

08/21/2025 গাজায় বিমান থেকে ত্রাণ ফেলল ইন্দোনেশিয়াসহ ৭ দেশ

গাজায় বিমান থেকে ত্রাণ ফেলল ইন্দোনেশিয়াসহ ৭ দেশ

আন্তর্জাতিক ডেস্ক

২১ আগস্ট ২০২৫ ০৯:৩৫

বিমানে করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ ফেলেছে সাতটি দেশ। এরমধ্যে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়াও রয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বুধবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্দোনেশিয়ার সঙ্গে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স ও সিঙ্গাপুর মোট ১৫৪ প্যালেট ত্রাণ ফেলেছে।

একেকটি প্যালেটে কয়েকশ কেজি ত্রাণ থাকে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। ইন্দোনেশিয়ার সঙ্গে দখলদার ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। খবর টাইমস অব ইসরায়েলের।

গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ শুরু হয়ে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করা হয়। চাপের মুখে গত ২৬ জুলাই থেকে বিমানে করে গাজায় ত্রাণ ফেলার সুযোগ দেয় ইসরায়েল।

এর আগে টানা দুই মাস গাজায় একটি শস্যও প্রবেশ করেনি। এতে করে সেখানকার মানুষ খাদ্য সংকটে পড়েন।

পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় শত শত মানুষ রাতারাতি অপুষ্টিতে ভোগা শুরু করেন। এখন পর্যন্ত গাজায় অন্তত ৩০০ জন অনাহারে মারা গেছেন।

বিমান থেকে ত্রাণ ফেললেও সেগুলো গাজার মানুষের জন্য পর্যাপ্ত নয়। এছাড়া ত্রাণের প্যালেট পড়ে বেশ কয়েকজন মারাও গেছেন। এছাড়া ত্রাণের জন্য মানুষকে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। যা মানবাধিকারের চরম লঙ্ঘন।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত ২৪ জুলাই থেকে এখন পর্যন্ত বিমান থেকে ৪১৫ টন ত্রাণ ফেলা হয়েছে।

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]