41207

12/14/2025 চট্টগ্রামে টিসিবির ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে টিসিবির ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

২১ আগস্ট ২০২৫ ১৯:১৬

চট্টগ্রাম নগরের রাজা পুকুর লাইন এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি ট্রাকচাপায় রঞ্জিত কর্মকার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রঞ্জিত কর্মকার পেশায় স্বর্ণকার ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে ন্যায্যমূল্যের পণ্য সংগ্রহ করতে শতাধিক মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। ট্রাক পৌঁছানোর পর হুড়োহুড়ির সৃষ্টি হয়। এ সময় অপেক্ষাকৃত উঁচু স্থানে পার্কিং করার পর ট্রাকটি পেছনের দিকে সরে আসতে থাকে। তখনই রঞ্জিত কর্মকার চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, টিসিবির পণ্য নেওয়ার হুড়োহুড়ির মধ্যে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই বৃদ্ধকে চাপা দেয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ট্রাকচালককে আটক করা হয়েছে। নিহতের পরিবার মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]