41287

08/24/2025 ভাসানী সেতুর বিদ্যুতের তার চুরির ঘটনায় মামলা

ভাসানী সেতুর বিদ্যুতের তার চুরির ঘটনায় মামলা

জেলা সংবাদদাতা, গাইবান্ধা

২৩ আগস্ট ২০২৫ ১৮:১১

গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে মাওলানা ভাসানী তিস্তা সেতুর বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) রাতে সেতুর সিকিউরিটি ইনচার্জ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন।

এর আগে ২০ আগস্ট সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় সেতু কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে দেখেন সংযোগ তার চুরি হয়ে গেছে। তখন বাধ্য হয়ে জেনারেটর দিয়ে আনুষ্ঠানিকতা শেষ করা হয়। তবে সন্ধ্যায় দর্শনার্থীরা তিস্তা সেতু দেখতে এসে পড়েন বিড়ম্বনায়। সেতুর শোভাবর্ধনের বৈদ্যুতিক বাতি জ্বলে না ওঠায় ওই এলাকায় যানজট পড়ে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের। বিষয়টি কর্তৃপক্ষ গোপন রাখে।

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাতামাতির পর সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম বাদী হয়ে শুক্রবার রাতে মামলা দায়ের করেছেন। তবে মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, ৫ লাখ ১০ হাজার টাকার সংযোগ তার চুরি হয়েছে।

এ ব্যাপারে এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চক্রবর্তী জানান, সেতুর উপর ও আশপাশের শোভাবর্ধনের বিদ্যুতের সংযোগ তার যারা চুরি করেছে তারা সাধারণ চোর নয়। তবে আগামী দিনে যাতে আর চুরি না হয় সেজন্য পুলিশকে বলেছি। আমরাও চেষ্টা করছি চুরি ঠেকাতে।

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]