41313

08/25/2025 পটুয়াখালীতে ডাকাতি করে পালানোর সময় ২ জনকে গণপিটুনি

পটুয়াখালীতে ডাকাতি করে পালানোর সময় ২ জনকে গণপিটুনি

জেলা সংবাদদাতা, পটুয়াখালী

২৪ আগস্ট ২০২৫ ১২:৪৪

পটুয়াখালীর বাউফলে ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালানোর সময় ডাকাত দলের দুই সদস্যকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।

রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল একই উপজেলার বাসিন্দা। আহত যুবকের বাড়ি মির্জাগঞ্জ উপজেলায়।

স্থানীয়রা জানান, খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাসায় শনিবার (২৩ আগস্ট) গভীর রাতে হানা দেয় ডাকাতদল। বাসার লোকজনকে মারধর করে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে তারা।

তবে এক প্রতিবেশী ঘটনা বুঝতে পেরে খলিল হাওলাদারের এক আত্মীয়কে মোবাইল ফোনে খবর দেন। পরে স্থানীয়রা ডাকচিৎকার দিয়ে ধাওয়া করে ডাকাত দলের দুজনকে আটক করে। অন্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় আটক দুই ডাকাতকে গণপিটুনি দেয় জনগণ।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, স্থানীয়দের হাতে আটক দুজনকে থানার হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]