41342

08/25/2025 এক লাফে পারিশ্রমিক ১০০ কোটি কমিয়ে দিলেন সালমান খান

এক লাফে পারিশ্রমিক ১০০ কোটি কমিয়ে দিলেন সালমান খান

বিনোদন ডেস্ক

২৪ আগস্ট ২০২৫ ১৬:২৬

সিনেমা হোক কিংবা টেলিভিশন রিয়েলিটি শো— সবখানে সালমান খানের চাহিদা আকাশচুম্বী। তবে সাম্প্রতিক বছরগুলোতে মুক্তি প্রাপ্ত একাধিক ছবি মুখ থুবড়ে পড়েছে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘সিকান্দার’ সিনেমাও আলোর মুখ দেখেনি। সম্প্রতি গুঞ্জন উঠেছিল টেলিভিশন রিয়েলিটি শো বিগ বস-১৯-এ আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন। তবে শো-শুরুর আগেই জানা গেল এক লাফে প্রায় ১০০ কোটি রুপি কম পারিশ্রমিক নিচ্ছেন বলিউডের ‘ভাইজান’।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘প্রথমদিকে শোনা যাচ্ছিল সাড়ে পাঁচ মাসের জন্য ৩০০ কোটিরও বেশি পারিশ্রমিক নেবেন। কিন্তু মাস অন্তে জানা গেল সপ্তাহে দুই পর্বের জন্য সালমানের পারিশ্রমিক ধরা হয়েছে ২০ কোটি রুপি। যেহেতু তিনি মাত্র ১৫ সপ্তাহ থাকছেন শোতে, তাঁর মোট আয় দাঁড়াচ্ছে প্রায় ১৫০ কোটি রুপি।’

অথচ ‘বিগ বস ১৭’র জন্য সালমান পেয়েছিলেন ২০০ কোটি টাকা। গত মৌসুমে (‘বিগ বস ১৮’) নিয়েছিলেন প্রায় ২৫০ কোটি।

তবে সালমান ভক্তদের জন্য দুঃখের খবর এবার সম্পূর্ণ মৌসুমে থাকছেন না তিনি। সাড়ে তিন মাস পর অতিথি সঞ্চালকদের হাতে দায়িত্ব তুলে দেবেন তিনি। আলোচনায় আছে ফারাহ খান ও করণ জোহরের নাম, যারা আগেও একাধিকবার সালমানের অনুপস্থিতিতে শো পরিচালনা করেছেন। তাই স্বাভাবিকভাবেই কমেছে তাঁর পারিশ্রমিকও।

এবারের থিম রাজনীতি ঘিরে, যেখানে দর্শকের মতামতই গেমের গতি ঠিক করবে। ইতিমধ্যেই শুটিং শুরু করেছেন সালমান।

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]