41362

08/25/2025 পুতিনের পর এবার ভারত সফরের ঘোষণা জেলেনস্কির

পুতিনের পর এবার ভারত সফরের ঘোষণা জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট ২০২৫ ১৮:২২

চলতি মাসের শেষের দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের কথা রয়েছে। এরমধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিও শিগগিরই ভারত সফর করবেন বলে জানিয়েছেন নয়াদিল্লিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত।

শনিবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেকসান্ডার পোলিশচুক বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জেলেনস্কিকে নয়াদিল্লিতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। আশা করছি শিগগিরই তিনি ভারতে আসবেন। যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিগগিরই এই সফরের তারিখ ঘোষণা করা হবে।

একইসঙ্গে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ থামাতে ভারতকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ইউক্রেনীয় রাষ্ট্রদূত বলেন, ‘রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব অনেক পুরনো। ইউক্রেন চায় ভারত তাদের বন্ধু দেশের সঙ্গে আলোচনা করে এই যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক।

ইউক্রেনের সঙ্গে ভারতের বন্ধুত্বের প্রশংসা করে পোলিশচুক বলেন, ২০২৩ সাল থেকে ইউক্রেন ও ভারতের মধ্যে আলোচনা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। যা দুই দেশের সম্পর্কের জন্য অন্ত্যন্ত ভালো দিক।

অন্যদিকে চলতি মাসের শুরুতে মস্কো সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই ভারত সফর করবেন।

দোভাল নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি। তবে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, চলতি আগস্ট মাসের শেষের দিকে পুতিনের এই সফর হতে পারে।

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]