41368

08/25/2025 শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে সারা দেশে অভিযান

শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে সারা দেশে অভিযান

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট ২০২৫ ১৯:২০

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সারা দেশে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। ঢাকা, কুড়িগ্রাম, কেরানীগঞ্জ ও নীলফামারীসহ বিভিন্ন জেলায় পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য জরিমানা আদায়, হাইড্রোলিক হর্ন জব্দ ও আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাভারের আমিনবাজারে পরিচালিত মোবাইল কোর্টে ৯টি যানবাহন পরীক্ষা করে ৫টি যানবাহনের বিরুদ্ধে ১৮ হাজার টাকা জরিমানা আদায় ও ৯টি হর্ন জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রসিকিউটর ছিলেন পরিদর্শক নয়ন কুমার রায়।

অপরদিকে, ঢাকার কুড়িল বিশ্বরোড খিলক্ষেত এলাকায় বিআরটির সহযোগিতায় কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিচালিত অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী ৫টি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আগে একই অপরাধে সতর্ক করা সত্ত্বেও পুনরায় অপরাধ করায় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি গাড়িকে ডাম্পিংয়ে পাঠানো হয়। এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

কুড়িগ্রাম সদরে ত্রিমোহনী বাজার এলাকায় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৪টি বাস ও ২টি ট্রাকের চালকের কাছ থেকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় ও ১১টি হর্ন জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনাত সুলতানা।

কেরানীগঞ্জের বড়ইতলা এলাকায় নির্মাণ কাজে আইন লঙ্ঘনের দায়ে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর অধীনে ২০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে আইন মেনে নির্মাণ কার্য পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া নীলফামারীর বাইপাস মোড়ে পরিচালিত অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী ৩টি যানবাহনের বিরুদ্ধে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় ও ৫টি হর্ন জব্দ করে ধ্বংস করা হয়। একইসঙ্গে চালকদের সতর্ক করা এবং লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম নিয়মিতভাবে সারা দেশে অব্যাহত থাকবে।

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]