41522

08/27/2025 থামছে না কলহ, বিচ্ছেদের পরও চাহালকে খোঁচা ধনশ্রীর!

থামছে না কলহ, বিচ্ছেদের পরও চাহালকে খোঁচা ধনশ্রীর!

স্পোর্টস ডেস্ক

২৬ আগস্ট ২০২৫ ১৬:১৬

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও কোরিওগ্রাফার ধনশ্রী বর্মার দাম্পত্য জীবন বহুবারই আলোচনায় এসেছে। বিচ্ছেদের পরও যেন থামছে না তাদের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ। এবার ধনশ্রীর একটি মন্তব্য ঘিরে নানা চর্চা নেটিজেনদের মাঝে; তাদের অনুমান, প্রাক্তন স্বামীকে খোঁচা দিয়েছেন ধনশ্রী।

সম্পর্ক ভাঙার পর ধনশ্রীর দিকেই উঠেছিল প্রতারণার অভিযোগ। তবে তিনি জানিয়েছেন, প্রতারিত হয়েছেন তিনিই; আর সেটি অনেক আগেই। বর্তমানে তিনি ছোটপর্দার নতুন অনুষ্ঠান রাইস অ্যান্ড ফল-এর কাজ নিয়ে ব্যস্ত। সম্প্রতি সেই শো এর এক প্রোমো ভিডিওতেই উঠে আসে তার সেই মন্তব্য।

প্রতিযোগীরা যখন ‘বিশ্বাস’-এর প্রসঙ্গে কথা বলছিলেন, তখন হঠাৎ ধনশ্রী বলে ওঠেন, ‘বিশ্বাস তো বহু দিন আগেই আমার ভেঙে গেছে।’ আর এই উক্তি ঘিরেই জোর জল্পনা, আসলে চাহালকেই ইঙ্গিত করেছেন কি না ধনশ্রী।

বিচ্ছেদের পর ধনশ্রীকে একাধিকবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে। এ নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, সমালোচনা একপর্যন্ত সহ্য করা সম্ভব হলেও এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছিল তার বাবা-মায়ের ওপর। তার ভাষায়, ‘বাবা-মায়ের জন্য নিজেকে শক্ত রাখতেই হয়েছিল। নেতিবাচক মন্তব্য এড়িয়ে চলতে শিখেছি। কিন্তু সময়টা খুবই স্পর্শকাতর ছিল।’

বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণার দিনও আবেগ চেপে রাখতে পারেননি ধনশ্রী। তিনি জানান, ‘আগেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম। তবু সেই মুহূর্তে নিজেকে সামলাতে পারিনি। সবার সামনে হাউমাউ করে কেঁদে ফেলেছিলাম। কী অবস্থা যাচ্ছিল, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

ডিএম/রিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]