41591

08/28/2025 মসজিদের আজান নিয়ে বিরোধ, জাজিরায় ছুরিকাঘাতে হত্যা

মসজিদের আজান নিয়ে বিরোধ, জাজিরায় ছুরিকাঘাতে হত্যা

জেলা সংবাদদাতা, শরীয়তপুর

২৭ আগস্ট ২০২৫ ১১:৩২

শরীয়তপুরের জাজিরায় মসজিদের আজান ও বয়ানকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে খবির সরদার (৫৫) নামের এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আলমাস সরদারকে অভিযুক্ত করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

খবির সরদার ওই এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে এবং স্থানীয় মসজিদ কমিটির সক্রিয় সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, কিছুদিন ধরে ভোরে মসজিদের মাইকে আজান ও বয়ান দেওয়া নিয়ে বিরক্তি প্রকাশ করে আসছিলেন আলমাস সরদার। এ নিয়ে ইমামকে হুমকিও দেন তিনি। বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটি প্রতিবাদ জানায় এবং জাজিরা থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর থেকেই আলমাস সরদার ক্ষিপ্ত হয়ে ওঠেন।

মঙ্গলবার রাতে আলমাস সরদার দলবল নিয়ে বাড়ি থেকে বের হয়ে খবির সরদারকে লক্ষ্য করে হামলা চালান। ছুরিকাঘাতের পর তাকে সড়কের পাশে থাকা পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। পরে স্থানীয়রা উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার বলেন, আজান ও বয়ান নিয়ে আলমাস সরদার আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন। আমাদের কমিটি থানায় জিডি করার পর থেকে তিনি আরও ক্ষিপ্ত হন। অবশেষে সুযোগ বুঝে খবির সরদারকে হত্যা করেছেন। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, একজন মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।

খবির সরদারের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তিনি মসজিদের কাজে নিবেদিত ছিলেন। তার এমন মৃত্যুতে গ্রামে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]