41592

08/27/2025 মার্কিন হুমকি মোকাবেলায় যুদ্ধজাহাজ মোতায়েন ভেনেজুয়েলার

মার্কিন হুমকি মোকাবেলায় যুদ্ধজাহাজ মোতায়েন ভেনেজুয়েলার

আন্তর্জাতিক ডেস্ক

২৭ আগস্ট ২০২৫ ১১:৩৫

মার্কিন হুমকি মোকাবেলায় এবার উপকূলে নৌবহর মোতায়েন করলো ভেনেজুয়েলা সরকার। সেই বহরে রয়েছে যুদ্ধজাহাজ, ড্রোনসহ একাধিক নৌযান। এক ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিয়ানো।

বুধবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও উঠে আসে এমন তথ্য।

ভ্লাদিমির পাদ্রিয়ানো জানান, ক্যারিবীয় উপকূলে উল্লেখযোগ্য হারে ড্রোন মোতায়েন করা হবে। সেইসাথে থাকবে নৌটহল। আর উত্তর জলসীমায় অবস্থান নেবে নৌবাহিনীর যানগুলো।

এর আগে, কলম্বিয়া সীমান্তে নতুন করে ১৫ হাজার সামরিক সদস্য মোতায়েনের ঘোষণা দেয় লাতিন আমেরিকার দেশটি।

উল্লেখ্য, মাদক বিস্তার ঠেকাতে ভেনেজুয়েলার কাছে সাড়ে চার হাজার সদস্যসহ নৌবহর মোতায়েন করে পেন্টাগন। এরই জেরে একের পর এক পাল্টা পদক্ষেপ নিয়ে যাচ্ছে দেশটি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]