42571

09/09/2025 হঠাৎ দাঁড়িয়ে যাওয়া ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

হঠাৎ দাঁড়িয়ে যাওয়া ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

জেলা সংবাদদাতা, ফেনী

৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪০

ফেনীতে হঠাৎ দাঁড়িয়ে যাওয়া ট্রাকের পেছনে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসের সুপারভাইজার পাবনার সাথিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৬)। এছাড়া নিহত হেলপারের পরিচয় শনাক্ত হয়নি। এ ঘটনার বাসচালক যশোরের জিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত আবদুল আলী মোল্লার ছেলে রফিক (৬০) গুরুতর আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় পৌঁছালে সেখানে চলন্ত একটি ট্রাক হঠাৎ দাঁড়িয়ে যায়। এ সময় বাসটি সজোরে ট্রাকের পেছনে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসের সুপারভাইজার নিহত হন। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলপারকেও মৃত ঘোষণা করেন। বাসচালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দ্রুত মহাসড়ক থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]