জুলাই অভ্যুত্থানে ফার্মগেটে শহীদ গোলাম নাফিজ হত্যার তদন্ত শেষ পর্যায়ে। রোববার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই তথ্য জানায় প্রসিকিউশন।
পরে এই মামলায় ২৮ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় এই মামলায় গ্রেফতার অতিরিক্ত পুলিশ সুপার শচীন মৌলিককে।
নাফিজ বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করে ঢাকার নৌবাহিনী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়। ঘটনার সময় নাফিজের মাথায় বাংলাদেশের পতাকা বাঁধা ছিল। এক রিকশাচালক গুলিবিদ্ধ অবস্থায় পা দানিতে করে নাফিজকে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এছাড়া, চট্রগ্রামের ওয়াসিম হত্যা মামলায় ফজলে করিম চৌধুরীসহ ১৫ আসামির বিরুদ্ধ ১২ অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইদিন, সাক্ষ্য দেন জুলাই অভ্যুত্থানে চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় শহীদ আনাসের মা। এসময়, কান্নাজড়িত কন্ঠে ছেলে হত্যার বিচার দাবি করেন তিনি। এই মামলায় আজ মোট ৪ জনের সাক্ষ্য দেয়ার কথা রয়েছে। এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ৮ জন।
এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ চলছে শহীদ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। এর আগে এই মামলায় সাক্ষ্য দেন শহীদ আবু সাঈদের বাবা। ট্রাইব্যুনালকে তিনি বলেন, বেঁচে থাকতে ছেলে হত্যার বিচার দেখে যেতে চান তিনি।