42604

09/09/2025 কোরআনে আল্লাহকে সুন্দর নামে ডাকার নির্দেশ

কোরআনে আল্লাহকে সুন্দর নামে ডাকার নির্দেশ

ধর্ম ডেস্ক

৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫২

আল্লাহ তায়ালা সব কিছুর স্রষ্টা। তিনিই সব কিছুর শুরু এবং শেষ। তার আগে কেউ ছিল না, তার পরেও কেউ থাকবে না। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা নিজেই বলছেন—

هُوَ الۡاَوَّلُ وَ الۡاٰخِرُ وَ الظَّاهِرُ وَ الۡبَاطِنُ ۚ وَ هُوَ بِكُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ

তিনিই প্রথম ও শেষ এবং প্রকাশ্য ও গোপন; আর তিনি সকল বিষয়ে সম্যক অবগত। (সুরা আল হাদিদ, আয়াত : ০৩)

অর্থাৎ, তিনিই আদি বা প্রথম; তার পূর্বে কিছু ছিল না। তিনিই অন্ত বা সর্বশেষ; তারপর কিছু থাকবে না। তিনি ব্যক্ত বা প্রকাশমান। অর্থাৎ, তিনি সবার উপর জয়ী, তার উপর কেউ জয়ী নয়। তিনি গুপ্ত বা অপ্রকাশমান। অর্থাৎ, যাবতীয় গোপন খবর একমাত্র তিনিই জানেন। অথবা তিনি মানুষের দৃষ্টি ও জ্ঞানের অন্তরালে।

সবকিছুর স্রষ্টা আল্লাহ তায়ালার অনেক গুণবাচক ও সুন্দর নাম আছে। কোরআনে আল্লাহ তায়ালাকে এই নামে ডাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই নামগুলো মুখস্ত করলে হাদিসে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে।

পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ (উপাসনার উপযুক্ত) নেই। তারই আছে সুন্দর সুন্দর নাম।’ (সুরা ত্বহা, আয়াত : ৮)

অন্য আয়াতে বর্ণিত হয়েছে, ‘আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম। অতএব তোমরা তাকে সেসব নামেই ডাকবে। যারা তার নাম বিকৃত করে তাদের বর্জন করবে। শিগগিরই তাদের কৃতকর্মের ফল দেওয়া হবে।’ (সুরা আরাফ, আয়াত : ১৮০)

হাদিস শরিফে মহান আল্লাহর ৯৯টি গুণবাচক নামের কথা বলা হয়েছে। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘আল্লাহর ৯৯ নাম আছে, যে তা গণনা (পাঠ বা মুখস্থ) করবে, সে জান্নাতে প্রবেশ করবে।’ (বুখারি, হাদিস : ২৭৩৬)

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]