42668

09/09/2025 ভাড়া বাসায় মিলল মা ও মেয়ের লাশ

ভাড়া বাসায় মিলল মা ও মেয়ের লাশ

জেলা সংবাদদাতা, কুমিল্লা

৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫১

কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি খেলার মাঠের পাশে একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পুলিশ সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে লাশ দুটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৪) এবং তার মা তাহমিনা আক্তার (৫০)।

বাসার মালিক আনিছুল ইসলাম রানা জানান, প্রায় সাড়ে তিন থেকে চার বছর আগে কুমিল্লা আদালতের কর্মকর্তা নুরুল ইসলাম এই বাসা ভাড়া নেন। তার মৃত্যুর পর স্ত্রী, মেয়ে ও দুই ছেলে এখানে থাকতেন। রোববার দুই ছেলে ঢাকার বাসায় ছিলেন না। তারা রাতে বাসায় ফেরার পর ঘরের দরজা খোলা দেখেন এবং মায়ের ও বোনের কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন।

মালিক আরও জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রোববার (৭ সেপ্টেম্বর) দিনের বেলায় বাসায় একজন মধ্যবয়স্ক ব্যক্তি প্রবেশ করেছেন। সকাল ৮টার দিকে তিনি আসেন এবং বেলা সাড়ে ১১টার দিকে বের হন। পরবর্তীতে তাকে আবার বাসায় প্রবেশ করতে দেখা গেছে।

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে সিসিটিভি ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]