42729

09/10/2025 ডাকসু নির্বাচন: ভোট কেন্দ্রে নারী শিক্ষার্থীদের দীর্ঘ লাইন

ডাকসু নির্বাচন: ভোট কেন্দ্রে নারী শিক্ষার্থীদের দীর্ঘ লাইন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ,ঢাবি

৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৭

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। এসময় দীর্ঘ লাইন ও অপেক্ষা করতে দেখা গেছে নারী শিক্ষার্থীদের। ভোট কেন্দ্রে রয়েছে উপচে পড়া ভিড়।

জানা গেছে, ডাকসু নির্বাচনে নারী শিক্ষার্থীরা ভোট দিবেন চারটি কেন্দ্রে। কেন্দ্রগুলো হলো– ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ ও ভূতত্ত্ব বিভাগ।

জানতে চাইলে ভোট দেওয়ার অপেক্ষায় থাকা শিক্ষার্থী সায়মা ইসলাম বলেন, দীর্ঘ অপেক্ষার পর ভোট দিতে আসছি। আগে থেকেই নির্ধারণ করেছি কাকে কাকে ভোট দিব। আমরা চাই পরিবর্তন এবং উন্নয়ন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা রয়েছে। সেগুলো নিয়ে যারা দীর্ঘ সময় কাজ করছে এবং শিক্ষার্থী বান্ধব; তাদেরকে ভোট দিব।

আরেক শিক্ষার্থী রোকেয়া বেগম বলেন, বিশ্ববিদ্যালয়ে গণরুম-গেস্টরুম বা কাউকে হয়রানি দেখতে চাই না। বিশ্ববিদ্যালয় থেকে এসব নির্মূল করতে প্রয়োজন নিয়মিত ডাকসুর আয়োজন। যাতে শিক্ষার্থীরা যথাযথ প্রতিনিধি খুঁজে পায়।

তিনি আরও বলেন, গণতন্ত্রের বিকাশে প্রয়োজন নিয়মিত নির্বাচন। প্রতিবছর ডাকসু হোক, এটা চাই। বিশ্ববিদ্যালয় থেকে দূর হোক প্রতিহিংসা, বজায় থাকুক শিক্ষার পরিবেশ। স্বপ্নপূরণে সহায়ক হোক বিশ্ববিদ্যালয়।

ঘোষিত তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে। কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে।

ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন ও ছাত্র ২০ হাজার ৯১৫ জন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]