42762

09/10/2025 সকাল থেকে ভিপি প্রার্থীর সঙ্গে দেখা করতে পারিনি 

সকাল থেকে ভিপি প্রার্থীর সঙ্গে দেখা করতে পারিনি 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ,ঢাবি

৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেছেন, সকাল থেকে ভিপি প্রার্থীর সঙ্গে দেখা করতে পারিনি। তিনি কোথায় গিয়েছেন না গিয়েছেন আমি অবগত নই। এ ছাড়া যাদের কাজ অভিযোগ করার তারা তা-ই করবে। আর যাদের কাজ শিক্ষার্থীদের পক্ষে সমর্থন জোগানো, তারা ইতিবাচকভাবে ছড়াবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোটগ্রহণ চলাকালে ছাত্রদলের প্যানেল নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হামিম বলেন, আমরা চাই ভোটের পরিবেশ সুন্দর ও সহজ থাকুক। একটা লিফলেট ধরিয়ে দিলেই যে আমি ওই প্রার্থীকে ভোট দেব, বিষয়টা এমন নয়। এখানে ১২৯৩ জন প্রার্থী। সুতরাং ভোট উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হোক। আমাদের শিক্ষার্থীরা একজন-আরেকজনকে চেনাতে চাইছেন; এটা খারাপ বা দোষের কিছু নয়। এটা ইতিবাচকভাবে নেওয়া উচিত বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে দেশের সাড়ে চার কোটি তরুণ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তাদের সবচেয়ে বড় প্রতিনিধিত্বকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন ভোট দিতে পারেন, এক্ষেত্রে আমরা বারবার উৎসাহিত করেছি। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আজ মূল্যবান ভোট দিতে এসেছেন। আশা করছি এ নির্বাচনে আমরা পূর্ণাঙ্গ প্যানেল বিজয়লাভ করব। এ ছাড়া এখন পর্যন্ত কোনো আশঙ্কাও দেখিনি।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন ও সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]