42828

09/10/2025 ব্রাজিল-আর্জেন্টিনার অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করল যারা

ব্রাজিল-আর্জেন্টিনার অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করল যারা

খেলা ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২৫ ১২:২০

২০২৬ ফুটবল বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শেষ হলো আজ। শেষ রাউন্ডে হয়েছে পাঁচটি ম্যাচ। এর আগেই আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, ইকুয়েডর ও প্যারাগুয়ে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করেছিল। বাকি ছিল শুধু সপ্তম স্থান, যেটা আন্তমহাদেশীয় প্লে–অফের সুযোগ এনে দেয়। এই স্থানটি নিয়ে লড়াইয়ে ছিল বলিভিয়া ও ভেনেজুয়েলা।

শেষ রাউন্ডে এল আলতোয় বড় চমক দেখায় বলিভিয়া। শক্তিশালী ব্রাজিলকে ১–০ গোলে হারিয়ে দেয় তারা। অন্যদিকে, ভেনেজুয়েলা নিজেদের মাঠে কলম্বিয়ার কাছে হারে ৬–৩ গোলে। ফলে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে উঠে আন্তমহাদেশীয় প্লে–অফ নিশ্চিত করে বলিভিয়া।

এ জয়ে বলিভিয়ার সামনে এখন বিশাল সুযোগ ১৯৯৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার। বলিভিয়ার এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছেন কলম্বিয়ার লুইস সুয়ারেজ। ভেনেজুয়েলার বিপক্ষে একাই চার গোল করেন পর্তুগিজ ক্লাব স্পোর্টিংয়ের এই ফরোয়ার্ড।

দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব ইতিহাসে মাত্র ষষ্ঠ খেলোয়াড় হিসেবে এক ম্যাচে চার গোল করার কীর্তি গড়লেন তিনি। তবে প্রতিপক্ষের মাঠে দাঁড়িয়ে এই কীর্তি আছে কেবল রোমারিও ও সুয়ারেজের।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে যারা সরাসরি বিশ্বকাপে: আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, ইকুয়েডর, কলম্বিয়া, প্যারাগুয়ে। প্লে–অফে: বলিভিয়া।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]