42841

09/10/2025 আরও এক বিশ্বরেকর্ড এখন রোনালদোর

আরও এক বিশ্বরেকর্ড এখন রোনালদোর

খেলা ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১২

ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও নতুন ইতিহাস লিখলেন। হাঙ্গেরির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে পেনাল্টি থেকে গোল করে তিনি বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছুঁয়েছেন।

মঙ্গলবার রাতে পুসকাস অ্যারেনায় ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে পর্তুগাল। তবে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। রোনালদোর পেনাল্টি গোল ছিল ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট।

এই গোল তাকে বিশ্বরেকর্ড এনে দিয়েছে। এ নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে তার গোল সংখ্যা দাঁড়াল ৩৯-এ। তার গোলসংখ্যা এখন গুয়াতেমালার কার্লোস রুইজের সমান। আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির থেকে তিন গোলের ব্যবধানে এগিয়ে আছেন রোনালদো।

৪০ পেরিয়ে গেলেও রোনালদো যেন প্রমাণ করেই চলেছেন– ‘বয়স নেহায়েতই একটা সংখ্যা’। পর্তুগালের হয়ে শেষ দুই বাছাই ম্যাচে তিনি করেছেন তিন গোল। রবার্তো মার্টিনেজের দল আগামী বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তো তার অভিজ্ঞতায় ভর করেই।

রোনালদোর জাতীয় দলের হয়ে গোল সংখ্যা এখন ১৪১, আর খেলা হয়েছে ২২৩ ম্যাচ। ক্যারিয়ারে তার মোট গোল ৯৪৩। সৌদি ক্লাব আল-নাসরের হয়ে খেলা এ তারকার লক্ষ্য এখন এক হাজার গোলের মাইলফলক ছোঁয়া।

আগামী মাসে আয়ারল্যান্ড ও হাঙ্গেরির বিপক্ষে ঘরের মাঠে নামবে পর্তুগাল। সেই ম্যাচগুলোতেও যদি এক গোলও করেন, তাহলেই রেকর্ডটা একান্তই নিজের করে নিতে পারবেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]