43118

09/14/2025 এবার আইটেম গানে সামিরা খান মাহি

এবার আইটেম গানে সামিরা খান মাহি

বিনোদন ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৩

ছোট পর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি এবার আসছেন একেবারে ভিন্ন রূপে। প্রথমবারের মতো তাকে দেখা যাবে আইটেম গানে। তবে কোনো সিনেমায় নয়, বরং একটি মেগা সিরিয়ালে।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হবে নতুন ধারাবাহিক ‘খুশবু’। সেখানেই আইটেম গানে দেখা যাবে তাকে। তবে নিয়মিত থাকবেন না। জানা গেছে, ধারাবাহিকের প্রথম পর্বেই থাকছে মাহির আইটেম গান; সেখানে তাকে দেখা যাবে ঢাকাই সিনেমার নায়িকা তিতলি মির্জার চরিত্রে।

সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘খুশবু’র গল্পে জীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামের গল্প; একই সঙ্গে এতে থাকবে গার্মেন্টসকর্মী নারীদের সুখ-দুঃখ, স্বপ্ন ও বাস্তবতার চিত্র। শুধু তাই নয়, ‘খুশবু’তে থাকছে রূপালি পর্দার আড়ালে থাকা সিনেমার মানুষদের গল্পও।

ধারাবাহিকটিতে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম সহ আরো অভিজ্ঞ অভিনয়শিল্পীরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]