43364

09/18/2025 সড়কে পড়ে ছিল গাছ, হঠাৎ রামদা হাতে এগিয়ে এলো ডাকাতেরা!

সড়কে পড়ে ছিল গাছ, হঠাৎ রামদা হাতে এগিয়ে এলো ডাকাতেরা!

জেলা সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৯

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের আড্ডা সড়কের নজরপুর এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াদুদ আলম। তবে সংশ্লিষ্ট থানায় কোনো অভিযোগ না থাকার কারণে ভুক্তভোগীদের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।

ছড়িয়ে পড়া ভিডিওটি থেকে জানা যায়, একটি প্রাইভেট কার রহনপুর-নজরপুর সড়ক দিয়ে যাচ্ছে। পথে গাছ পড়ে থাকা দেখে চালক গাড়িটি রির্ভাস করে। এমন সময় দেখতে পান রাস্তার পাশ থেকে কয়েকজন ব্যক্তি মুখ ঢাকা অবস্থায় রামদা হাতে প্রাইভেট কারটি লক্ষ্য করে এগিয়ে আসছে। এই সময় চালক রির্ভাস গিয়ার ব্যবহার করে পেছনের দিকে উল্টো পথে চলতে থাকে। এভাবেই ১ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওটি শেষ হয়।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, রহনপুর-আড্ডা সড়কে প্রায় ডাকাতির ঘটনা ঘটে। রাত ১০টার পর থেকে ভোররাত পর্যন্ত সড়কটিতে আতঙ্ক বিরাজ করে। মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা তৎপর হয়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াদুদ আলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি গত ১৬ সেপ্টেম্বর রাতের। ওই ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। রহনপুর-আড্ডা সড়কে পুলিশের টিম রাত ২টা পর্যন্ত ডিউটি করে থাকে। ঘটনাটি জানাজানির পর উক্ত সড়কে পুলিশের ডিউটির সময় বাড়ানো হয়েছে এবং বর্তমানে ভোররাত ৫টা পর্যন্ত উক্ত সড়কে পুলিশ ডিউটিতে থাকছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]