43412

09/19/2025 অক্ষয়-প্রিয়াঙ্কা কেন একসঙ্গে কাজ করেন না?

অক্ষয়-প্রিয়াঙ্কা কেন একসঙ্গে কাজ করেন না?

বিনোদন ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:২১

বলিউডের জনপ্রিয় তারকা জুটি অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়া। ২০০৩ সালে বলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর বলিউডের সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন জুটিগুলোর একটি হয়ে ওঠেন প্রিয়াঙ্কা-অক্ষয়।

রোমান্টিক-ড্রামা ঘরানারা ‘আন্দাজ’, থ্রিলার ঘরানার ‘এতরাজ’, পারিবারিক গল্পের ‘ওয়াক্ত: দ্য রেস অ্যাগেইনস্ট টাইম’, ‘মুঝসে শাদি করোগে’ সিনেমায় এ জুটির রসায়ন আলাদাভাবে নজর কাড়ে। এ জুটির রসায়ন দর্শকরা যেমন পছন্দ করতেন, তেমনি নির্মাতারাও বিশ্বাস করতেন তারা বক্স অফিসে সফলতা ও স্মরণীয় অভিনয়—দুটো দিতেই সক্ষম। কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে অক্ষয়ের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

প্রিয়াঙ্কা-অক্ষয়ের সিনেমার সাফল্যের পর দুই তারকার মাঝে প্রেমের সম্পর্ক রয়েছে—এমন গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অক্ষয়ের স্ত্রী সাবেক বলিউড তারকা টুইঙ্কেল খান্না তাদের প্রেমকাহিনি শুনে রাগে ফেটে পড়েন; বাড়ি ছেড়ে যাওয়ার হুমকি দেন। বর্ষীয়ান সাংবাদিক পূজা সামন্তের মতে, নির্মাতা সুনীল দর্শন একবার বলেছিলেন—“অক্ষয়ের পরিবার এই গুজবগুলো নিয়ে অস্বস্তিতে ছিলেন। ফলে, প্রিয়াঙ্কার সঙ্গে আর কাজ না করার সিদ্ধান্ত নেন অক্ষয়, যার ফলে তাদের একসঙ্গে কাজ কমে যায়।”

পূজা সামন্ত বলেন, “আমি যখন সুনীল দর্শনের সাক্ষাৎকার নিয়েছিলাম ‘আন্দাজ টু’ সিনেমা নিয়ে। তখন তিনি বলেছিলেন যে, ‘অক্ষয় কুমার প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আর কাজ করতে চান না। কারণ তাদের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে তার পরিবার আপত্তি জানিয়েছিল।’ তাই সে এগোয়নি। সে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আর সিনেমা করেনি, খুব কমই করেছে।”

পরিচালক সুনীল দর্শন নির্মিত সিনেমা ‘বরসাত’। এটি ২০০৫ সালে মুক্তি পায়। সিনেমাটিতে অক্ষয়-প্রিয়াঙ্কাকে একসঙ্গে কাস্ট করতে নিষেধ করেছিলেন ‘খিলাড়ি’খ্যাত তারকা। এ বিষয়ে পরিচালক সুনীল দর্শন জানান, ‘বরসাত’ সিনেমার সময় অক্ষয় তাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন, প্রিয়াঙ্কা অথবা তাকে যেন বেছে নেওয়া হয়। সর্বশেষ সিনেমাটিতে অভিনয় করেননি অক্ষয়।

পরবর্তীতে ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন অক্ষয় কুমার। সেখানে নির্মাতা সুনীলের বক্তব্যগুলোকে অস্বীকার করেন অক্ষয়। এ অভিনেতা জানান, প্রিয়াঙ্কার সঙ্গে তার কোনো সমস্যা নেই। সঠিক সুযোগ আসলে আবারো প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করতে প্রস্তুত তিনি। বিষয়টি নিশ্চিত হতে প্রিয়াঙ্কাকে ফোন করারও প্রস্তাব দেন অক্ষয় কুমার। যদিও সেই অনুষ্ঠান থেকে প্রিয়াঙ্কাকে ফোন করা হয়নি।

অক্ষয় কুমার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘জলি এলএলবি থ্রি’। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মুক্তি পাবে এটি। সুভাষ কাপুর নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন—আরশাদ ওয়ার্সি, হুমা কুরেশি, অমৃতা রাও প্রমুখ। তাছাড়া ‘ভূত বাংলা’ সিনেমার কাজ শেষ করেছেন। এখন অন্য একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অক্ষয়।

প্রিয়াঙ্কা চোপড়ার হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে ‘জাজমেন্ট ডে’ নামে একটি হলিউড সিনেমার শুটিং করছেন। ‘প্রিন্স অব টলিউড’খ্যাত জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর ‘এসএসএমবি২৯’ সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে। এটি পরিচালনা করছেন এসএস রাজামৌলি। তাছাড়া ‘কৃষ ফোর’ সিনেমায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]