সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের সূচনালগ্ন শুভ মহালয়া রোববার (২১ সেপ্টেম্বর। এদিন সরকারি কোনো ছুটি নেই, তবে অনেকেই ব্যক্তিগতভাবে ঐচ্ছিক ছুটি নিয়ে থাকেন।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা চার দিন ছুটি উপভোগ করবেন। ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে, ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীর সরকারি ছুটি এবং পরদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে।
তবে শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ছুটি ভিন্ন ভিন্ন হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বর্ষপঞ্জিতে মহালয়ার ছুটি না থাকলেও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সূচি অনুযায়ী অনেক প্রতিষ্ঠানে এদিন ছুটি থাকবে। ফলে কোথাও শ্রেণি কার্যক্রম চলবে, আবার কোথাও প্রতিষ্ঠান বন্ধ থাকবে।