43531

09/21/2025 যাত্রাবাড়ীতে বৃদ্ধাকে হত্যা, কথিত নাতি গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে বৃদ্ধাকে হত্যা, কথিত নাতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০২

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সিটি পল্লী এলাকায় হাসিনা বেগম (৬৩) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কথিত নাতি সাজেদুল হক সাজুকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠায়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ নাজমুল ইসলাম জানান, হাসিনা বেগমের মাথা, গলা, হাত ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, এরশাদ সরকারের আমল থেকে হাসিনা বেগম ওই এলাকায় একাই বসবাস করতেন। সাজেদুল ইসলাম সাজু তাকে নানি বলে ডাকতেন। শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে যেকোনো সময় ওই বৃদ্ধাকে কাঁচি ও শিলপাটা দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়। ঘটনার পর সাজেদুলকে গ্রেপ্তার করা হয়েছে।

এসআই নাজমুল জানান, সাজেদুলের বিরুদ্ধে নেত্রকোনা থানায় মাদকের মামলা রয়েছে এবং তাকে দেখে মাদকাসক্ত মনে হয়েছে। এ ঘটনায় নিহতের ভাতিজা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]