43595

09/22/2025 দ্বি-রাষ্ট্র সমাধানে বিশ্বনেতাদের সম্মেলন আজ, ‘সার্কাস’ বলল ইসরাইল

দ্বি-রাষ্ট্র সমাধানে বিশ্বনেতাদের সম্মেলন আজ, ‘সার্কাস’ বলল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২০

দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে সমর্থন জোগাতে নিউইয়র্কে বৈঠকে বসছেন বিশ্বনেতারা। স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) সৌদি আরব ও ফ্রান্সের আহ্বানে ডাকা এই সম্মেলনে বেশ কয়েকটি দেশের নেতাদের অংশ নেয়ার কথা রয়েছে।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, এই বৈঠক ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কড়া প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে এই বৈঠকের বিরোধিতা করেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র।

জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানিয়েছেন, ইসরাইল এবং যুক্তরাষ্ট্র এই সম্মেলন বয়কট করবে। তিনি এই ইভেন্টটিকে একটি সার্কাস বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা মনে করি না চলমান সংকট সমাধানে এটি কোনোভাবে সাহায্য করতে পারে। এটি আসলে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছে।’

ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, এর সম্ভাব্য প্রতিক্রিয়া হিসেবে ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশকে নিজ সীমানায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি ফ্রান্সের বিরুদ্ধে দ্বিপাক্ষিক ব্যবস্থা গ্রহণের কথা বিবেচনা করছে।

মার্কিন প্রশাসনও ইসরাইলের বিরুদ্ধে ফ্রান্সসহ যারা যারা পদক্ষেপ নেবে তাদের সম্ভাব্য পরিণতির বিষয়ে সতর্ক করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ নিউইয়র্কের এই শীর্ষ সম্মেলনের আয়োজক।

এবার যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের ৮৯ বছর বয়সি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা না দেয়ায় তিনি সম্মেলনে সশরীরে উপস্থিত থাকতে পারছেন না। ভিডিওর মাধ্যমে তার সম্মেলনে উপস্থিত হওয়ার কথা আছে।

এছাড়া সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ওই সম্মেলনের সহ আয়োজক হলেও তিনি সেখানে উপস্থিত থাকছেন না। যুবরাজ মোহাম্মদও বৈঠকে ভিডিওর মাধ্যমে যোগ দিতে পারেন বলে জানা গেছে।

এদিকে রোববার যুক্তরাজ্য, কানাডা, পর্তুগাল এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্বনেতাদের ভাষণের আগে ফ্রান্সসহ পশ্চিমা আরও অন্তত ছয়টি দেশও একই পদক্ষেপ নেবে বলে ধারণা করা হচ্ছে।

ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। রোববার তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না। যে দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি নেতানিয়াহু বলেন, সন্ত্রাসবাদকে অনেক বড় পুরস্কার দেয়া হচ্ছে। যা হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

সূত্র: টাইমস অব ইসরাইল, রয়টার্স

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]