4375

04/28/2025 পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা সংবাদদাতা, বগুড়া

২৫ মে ২০২১ ১৭:১৮

বগুড়ার শাজাহানপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার চাঁচাইতারা মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো- বগুড়ার শাজাহানপুর উপজেলার চাঁচাইতারা মধ্যপাড়ার মিলন মিয়ার ছেলে মিনার (৬) ও তার চাচাতো ভাই আলমগীর হোসেনের ছেলে মারুফ (৬)।

শাজাহানপুর থানার এসআই আবদুর রাজ্জাক জানান, সোমবার বিকালে শিশু মিনার ও মারুফ বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। এক পর্যায়ে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরে আশপাশের শিশুরা জানায়, তারা দুই ভাইকে পুকুরে নামতে দেখেছে। পরে সন্ধ্যায় পুকুরে দুই শিশুর মরদেহ ভেসে ওঠে।

স্বজনরা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]