45489

12/14/2025 টাঙ্গাইলে পিতাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে পিতাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

টাঙ্গাইল থেকে

৩০ নভেম্বর ২০২৫ ১৮:৪৮

টাঙ্গাইলের সখীপুরে পিতাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৩০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সিনিয়র ও জেলা দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ওয়াহেদুজ্জামান সখীপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়ার আব্দুস সামাদের ছেলে।

আদালত সূত্র জানায়, গত বছরের ২৫ ফেব্রুয়ারি সখীপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়ায় পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে পিতা আব্দুস সামাদকে কুপিয়ে হত্যা করে তার ছেলে ওয়াহেদুজ্জামান। ঘটনার দিন রাতেই সে পালিয়ে যায়। পরে নিহতের ভাই আব্দুর রশিদ সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

টাঙ্গাইল আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন বলেন, গ্রেপ্তারের পর আদালতে সব সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়। এই রায় হত্যার বিচারে আইনের শাসন প্রতিষ্ঠাকে আরও সুদৃঢ় করেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]