46006

12/17/2025 চালু হচ্ছে মিরপুরের ৬০ ফিট সংযোগ সড়ক

চালু হচ্ছে মিরপুরের ৬০ ফিট সংযোগ সড়ক

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৫

রাজধানীর মিরপুরে ৬০ ফিট সংযোগ সড়ক আজ থেকে চালু হচ্ছে। এ উপলক্ষে বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৬০ ফিট সড়কের ওই সংযোগ ব্যবস্থা না থাকায় কয়েক যুগ ধরে সড়কটিতে যানজট সৃষ্টি হতো। এতে নাগরিকদের ভোগান্তি পোহাতে হতো। তাই কয়েক মাস আগে সংযোগ সড়কে থাকা বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করে ডিএনসিসি। এরপর সড়কটি সংস্কার কাজ শুরু হয়। কাজ শেষে আজ এটি সর্বসাধারণের চলাচলের খুলে দেওয়া হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র জোবায়ের হোসেন জানিয়েছেন, ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ডের মিরপুর ৬০ ফুট সংযোগ সড়ক আজ সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]