4780

04/25/2025 সাতক্ষীরায় চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ

সাতক্ষীরায় চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ

জেলা সংবাদদাতা, সাতক্ষীরা

৭ জুন ২০২১ ১৮:২৬

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সাতক্ষীরা জেলায় সাতদিনের লকডাউনের আজ তৃতীয় দিন। সকাল থেকে লকডাউনের বাধা নিষেধের কারণে শহরে পুলিশ চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে মাস্ক। সব গণপরিবহন বন্ধ রয়েছে।

নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাবেচার সুযোগ রয়েছে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। লকডাউনের মধ্যে ওষুধের দোকান, অ্যাম্বুলেন্স, হাসপাতাল, ক্লিনিক, বিদ্যুৎ জ্বালানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান খোলা রয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে খুলনা ও যশোর যাতায়াতের পথ বন্ধ রাখা হয়েছে।

ভোমরা স্থলবন্দরে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক রাখা হয়েছে। তবে ভারতীয় চালক ও হেলপাররা যাতে স্বাস্থ্যবিধি লংঘন করে।খোলামেলা ঘুরতে না পারেন সেজন্য পুলিশ ও বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবির সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, অবৈধ যাতায়াত রোধে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

বিনা পাসপোর্টে বাংলাদেশে ফিরে আসা তিনজনকে রোববার (০৬ জুন) রাতে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে করোনা পজিটিভ নিয়ে সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে এবং পারিবারিক ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৩৭১ জন

চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]