4831

04/25/2025 লকডাউনে ভক্তদের চমক দিলেন মিমি

লকডাউনে ভক্তদের চমক দিলেন মিমি

বিনোদন ডেস্ক

৯ জুন ২০২১ ০০:১৪

নতুন কিছু করতে কখনও পিছপা হন না পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। এবার নিজের ‘লুক’ নিয়ে খানিক কাটাছেঁড়া করে ভক্তদের চমকে দিলেন এই টালিউড তারকা।

নিজের সাধের লম্বা চুলে কাঁচি চালিয়েছেন যাদবপুরের এই সংসদ সদস্য। কপালের অংশের চুল কেটে ছোট করে দিয়েছেন তিনি। ইংরেজিতে চুলের এই স্টাইলকে বলে ‘ব্যাংস’ কাট। নেটমাধ্যমে সক্রিয় মিমি নতুন এই রূপের ছবি ভাগ করেছেন ভক্তদের সঙ্গে। লাল রঙের টপ এবং সাদা রঙের শ্রাগে নতুন চুলের স্টাইলে মঙ্গলবার মিমির ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলো এক ঘণ্টার মধ্যে প্রায় ৩০ হাজার মানুষ পছন্দ করেছেন।

মিমির দেওয়ালে এই ছবি দেখার পর থেকে অনেক অনুরাগীর প্রশ্ন, নতুন কোনো সিনেমার প্রস্তুতির জন্যই কি এ ভাবে চুল কাটলেন তিনি? তবে এ ব্যাপারে আপাতত চুপ রয়েছেন মিমি।

লকডাউনে আপাতত বন্ধ রয়েছে টালিউডের স্টুডিও পাড়া। বাড়ি বসে ইচ্ছেমতো খাবারের স্বাদ নিচ্ছেন মিমি। ডায়েট ফাঁকি দিয়ে খাচ্ছেন তার পছন্দের চকোলেট কুকি। সময় কাটাচ্ছেন পোষা প্রাণীগুলোর সাথে। পাশাপাশি কোভিড রুখতে সংসদ সদস্যের কর্তব্য পালন করে বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]