499

04/25/2025 দোকানপাট খোলা রাখার সময়সীমা আগের মতই

দোকানপাট খোলা রাখার সময়সীমা আগের মতই

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল ২০২০ ০০:৪১

করোনার প্রাদুর্ভাব হ্রাস করতে আগের মতো রমজান মাসেও সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাজার ও দোকানপাট খোলা থাকবে। এই সময়সীমার কোনো পরিবর্তন করা হয়নি।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বলেন, দোকান খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন কোনো নির্দেশনা এখনো আসেনি। তাই সরকারের দেয়া আগের নির্দেশনা বাস্তবায়নেই কাজ করবে পুলিশ।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, সরকারের সাধারণ ছুটি ঘোষণার পরপরই ফার্মেসি ছাড়া বাজার দোকানপাট ও সুপারশপ খোলা এবং বন্ধ রাখার সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছিল। প্রথমে এলাকার মুদিদোকান দুপুর ২টা পর্যন্ত এবং সুপারশপ সন্ধ্যা ৭টায় বন্ধের নির্দেশনা থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর এই সময় ৬টা করা হয়েছিল। রমজান মাসেও এই নির্দেশনা বলবৎ থাকবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]