629

04/25/2025 পাকিস্তানে ৯০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

পাকিস্তানে ৯০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

২২ মে ২০২০ ২৩:১১

৯০ জন যাত্রীসহ বিমান ভেঙে পড়েছে পাকিস্তানে। করাচিতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে খবরটি নিশ্চিত করা হয়েছে পাকিস্তান এয়ারলাইনসের তরফ থেকে।

শুক্রবার (২২ মে) দেশটির করাচি শহরে এক আবাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছ, বিধ্বস্ত হওয়ার সময় পাকিস্তানের পতাকাবাহী এই বিমানটিতে ৯০ জন আরোহী ছিলেন। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে বিমানটিকে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হতে দেখা গেছে। দুর্ঘটনাস্থল থেকে প্রচুর ধোঁয়া উড়তে দেখা গেছে।

বিমানটি আবাসন এলাকায় ভেঙ্গে পড়ায় অন্তত চারটি বাড়িও বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ওই বিমানটি লাহোর থেকে ছেড়ে আসে।

এখনো হতাহতের কোনো খবর নিশ্চিত করা সম্ভব হয়নি। যাত্রীদের পূর্ণাঙ্গ বিবরণ জানার চেষ্টা চলছে। এছাড়া পাকিস্তান সেনাবাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]