6598

04/28/2025 রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত

আর্ন্তজাতিক ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২১ ১৫:৫৫

রাশিয়ায় আন্তনভ এএন-২৬ নামের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি রাশিয়ার দূরপ্রাচ্যে বুধবার (২২ সেপ্টেম্বর) বিধ্বস্ত হয়েছিল।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার বিমানবন্দরগুলোর প্রযুক্তিগত সমস্যা দেখভাল করে যে প্রতিষ্ঠানটি বিধ্বস্ত হওয়া বিমানটির মালিক তারা। এটি ৪২ বছরের পুরোনো এবং বুধবার এটি রাডার থেকে হারিয়ে যায়।

জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বৃহস্পতিবার বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। উঁচু এলাকায় বিধ্বস্ত হয়েছিল বিমানটি। ‘দুর্ভাগ্যবশত বিধ্বস্তের কারণে কেউ বেঁচে নেই।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]