6637

08/05/2025 তিন বছর পর কানাডার কারাগার থেকে ছাড়া পেলেন মেং ওয়ানঝু

তিন বছর পর কানাডার কারাগার থেকে ছাড়া পেলেন মেং ওয়ানঝু

আর্ন্তজাতিক ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২১ ১৮:০২

প্রায় তিন বছর পর কানাডার কারাগারে থাকা চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের জ্যেষ্ঠ নির্বাহী মেং ওয়ানঝু ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন।

চীনে আটক দুই কানাডীয়কে মুক্তির কয়েক ঘণ্টার মাথায় শনিবার স্থানীয় সময় বিকেলে শেনঝেনের উদ্দেশে উড়াল দিয়েছিলেন ওয়ানঝু।

২০১৮ সালে যুক্তরাষ্ট্রের অনুরোধে মেং ওয়ানঝুকে কানাডায় আটক করা হয়। মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানের সঙ্গে হুয়াওয়ে লেনদেন করেছিল অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র তাকে গ্রেপ্তারের জন্য কানাডার প্রতি অনুরোধ জানিয়েছিল।

শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও কানাডার কৌঁসুলিদের মধ্যে একটি সমঝোতা হওয়ায় ওয়ানঝুকে মুক্তির সিদ্ধান্ত নেয় কিউবেক। শুক্রবার তাকে মুক্তি দেওয়ার কিছুক্ষণ পর মাইকেল কোভরিগ ও মাইকেল স্প্যাভোকে মুক্তি দেয় চীন।

শনিবার চীনের শেনঝেনে পৌঁছার পর ওয়ানঝুকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। বিমানবন্দরে বিপুল সংখ্যক মানুষ ‘স্বাগতম ওয়ানঝু’ স্লোগান দেয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]