6643

04/25/2025 অবশেষে দীর্ঘদিন পর খুলেছে ঢাবির লাইব্রেরি

অবশেষে দীর্ঘদিন পর খুলেছে ঢাবির লাইব্রেরি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর ২০২১ ২০:২৮

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, ইনস্টিটিউট ও ডিপার্টমেন্টের সেমিনার কক্ষ।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে লাইব্রেরিতে গিয়ে দেখা যায়, লাইব্রেরিতে অনার্স ফাইনাল ইয়ার ও মাস্টার্স শিক্ষার্থীদের বাইরে অন্য ইয়ারের শিক্ষার্থীদের প্রবেশে বাধা দেয় লাইব্রেরি কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, ‘আমরা শিক্ষার্থীদের স্বার্থেই হল খুলেছি। বিশ্ববিদ্যালয় ৫ তারিখ খুলবে। আমরা তার আগেই লাইব্রেরি খুলে দিয়েছি। যাতে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারেন।’

তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা কোনো বিশৃঙ্খলা করবেন না এটাই আমাদের প্রত্যাশা। সবাই নিয়ম মেনে আইডি কার্ড দেখিয়ে স্বাস্থ্যবিধি রক্ষা করে যথাসময়ে লাইব্রেরীতে প্রবেশ করবেন। এবং নির্দিষ্ট সময়ে লাইব্রেরি ত্যাগ করবেন।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]