6650

04/25/2025 হল খুলে ক্যাম্পাস সচল করার দাবিতে ইবিতে মশাল মিছিল

হল খুলে ক্যাম্পাস সচল করার দাবিতে ইবিতে মশাল মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর ২০২১ ০৫:০৫

সেপ্টেম্বরের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে ক্যাম্পাস সচল করার দাবিতে মশাল মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তা না হলে হলের তালা ভেঙে হলে প্রবেশের হুশিয়ারি দিয়েছেন ইবির শিক্ষার্থীরা।

রোববার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় এলাকা থেকে মিছিল শুরু করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে আব্দুর রউফ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু মিটিংয়ের চক্করে ঘোরে। তারা মনে করে প্রশাসন ভবন থেকে ভিসি বাংলো পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অন্য বিশ্ববিদ্যালয় যখন হল খুলে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, আমাদের মহোদয়রা তখন বসে বসে ভাবছেন আসলে কী করা যায়।

আমরা ক্যাম্পাসের বাইরে থেকে পরীক্ষা দিচ্ছি। আমদের কিছু হলে কিন্তু এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে না। যেহেতু হল খুলে দেওয়ার জন্য সরকার বলেছে তাই ক্যাম্পাস সম্পূর্ণ খুলে দেওয়া হোক।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]