6722

04/30/2025 সড়ক দুর্ঘটনার কবলে এমপি শিউলি আজাদের গাড়ি

সড়ক দুর্ঘটনার কবলে এমপি শিউলি আজাদের গাড়ি

ব্রাহ্মণবাড়িয়া থেকে

৩০ সেপ্টেম্বর ২০২১ ১৬:০৯

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত নারী আসনের সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগমের (শিউলি আজাদ)। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি যাত্রীবাহী বাস এমপির ব্যক্তিগত গাড়িকে চাপা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে এমপি শিউলি আজাদ সংবাদমাধ্যমকে বলেন, আমি আমার এলাকা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ব্যক্তিগত গাড়িতে ঢাকায় ফিরছিলাম। সঙ্গে ব্যক্তিগত সহকারীও ছিল। নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস আমাদের গাড়িকে চাপা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

তিনি আরও বলেন, আল্লাহর রহমতে কেউ গুরুতর আহত হয়নি। আমার হাতে সামান্য ব্যথা পেয়েছি। চাপা দেওয়ার পর বাসটি দ্রুত চলে যাওয়ায় শনাক্ত করা যায়নি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]