6727

08/05/2025 বিশ্বে করোনায় আরও ৮৭৫৮ জনের মৃত্যু

বিশ্বে করোনায় আরও ৮৭৫৮ জনের মৃত্যু

আর্ন্তজাতিক ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২১ ১৭:০০

মহামারি করোনায় আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৭৫৮ জন। নতুন করে শনাক্ত হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৮৭২ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ লাখ ৮৮ হাজার ২১৮ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৪০ লাখ ৫৭ হাজার ৬৬৭ জনের। সুস্থ হয়েছেন ২১ কোটি ৮ লাখ ৭৭ হাজার ২৪৫ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৪১ লাখ ৯৯ হাজার ৪৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ১৩ হাজার ৯৫৩ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৭ লাখ ৩৮ হাজার ১৮৮ জনের। মারা গেছেন ৪ লাখ ৪৮ হাজার ৯০ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৪৮৭ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৫১ জন। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৪ হাজার ৯৬২ জন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]