6745

04/30/2025 ভাসানচর থেকে পালাতে গিয়ে আটক ২৪ রোহিঙ্গা

ভাসানচর থেকে পালাতে গিয়ে আটক ২৪ রোহিঙ্গা

নোয়াখালী থেকে

১ অক্টোবর ২০২১ ১৬:০৭

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় নারী ও শিশুসহ ২৪ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন সিভিল টিম ও কোস্টগার্ডের সদস্যরা।

আটকরা হলেন- এহেসান উল্লাহ, কিসমতারা, সুমাইয়া, সেনোয়ারা, আকিফা আক্তার, মোহাম্মদ রাসেদ উল্লাহ, রিয়া মনি, সিপা মনি, নূরুল আজিম, সৈকত আরা, নূরুল হাকিম, মো. ইব্রাহিম, জামালিদা, আবদুল কাদের, নূরকাইদা, ফাতেমা, আলমরিজা, মো.আলী, সেফায়েত উল্লাহ, হাসিনা, সুমাইয়া, নয়ন, এবং জান্নাতুল ফেরদৌস।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে ভাসানচর থেকে উত্তর দক্ষিণ দিকের ১০ কিলোমিটার দূরে জঙ্গল থেকে তাদেরকে আটক করা হয়।

এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বৃহস্পতিবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশের মাধ্যমে সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]