6784

04/28/2025 হবিগঞ্জে ৩৮ হাজারের বেশি সুরক্ষা সামগ্রী বিতরণ

হবিগঞ্জে ৩৮ হাজারের বেশি সুরক্ষা সামগ্রী বিতরণ

হবিগঞ্জ থেকে

২ অক্টোবর ২০২১ ২৩:৫৭

হবিগঞ্জ জেলার তিনটি উপজেলা ও দুইটি পৌরসভায় ৩৮ হাজার ৪০০ পিস সরকারি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ। এছাড়া ১ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা পরিষদের পক্ষ থেকে ২টি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে।

শনিবার (২ অক্টোবর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়াসহ প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]