6807

04/25/2025 ২৮ অক্টোবর খুলবে রুয়েটের আবাসিক হল

২৮ অক্টোবর খুলবে রুয়েটের আবাসিক হল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

৪ অক্টোবর ২০২১ ০২:৩৭

আগামী ২৮ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে খুলে দেওয়া হবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলগুলো।

রোববার (৩ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে ৯৩ তম জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. সেলিম হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলমান রয়েছে। শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্যাম্পাসের বাইরে অবস্থান করে পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রমে সশরীরে অংশগ্রহণ করছেন।

শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট আগামী ২৮ অক্টোবর থেকে হল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]