6849

04/25/2025 লাইসেন্স ছাড়া বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করায় ২৫ হাজার টাকা জরিমানা

লাইসেন্স ছাড়া বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করায় ২৫ হাজার টাকা জরিমানা

ডেস্ক রির্পোট

৬ অক্টোবর ২০২১ ১৬:৪৯

লাইসেন্স না নিয়েও পণ্যের মোড়কে বিএসটিআই’র সার্টিফিকেশন মার্কস (সিএম) মানচিহ্ন ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালত ২৫ হাজার টাকা জরিমানা করেছে রাজধানীর একটি বেকারিকে।

মিরপুর এলাকায় বিএসটিআই এর উদ্যোগে মঙ্গলবার (৫ অক্টোবর) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুষ্টি হোম মেড’কে এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত হয়।

বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক সিএম লাইসেন্স না নিয়ে পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহার করে বেকারি পণ্যে উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পুষ্টি হোম মেড’কে ২৫ হাজার টাকা জরিমানা করে।

ফিল্ড অফিসার (সিএম) নোভেরা বিনতে নুর অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]