6870

04/27/2025 ‘মিস ওয়ার্ল্ড আমেরিকা’ হলেন ভারতীয় বংশোদ্ভূত শ্রী সাইনি

‘মিস ওয়ার্ল্ড আমেরিকা’ হলেন ভারতীয় বংশোদ্ভূত শ্রী সাইনি

বিনোদন ডেস্ক

৭ অক্টোবর ২০২১ ০৪:৩২

আমেরিকান নাগরিক হিসেবে প্রথমবারের মতো ‘মিস ওয়ার্ল্ড আমেরিকা’ খেতাব জিতলেন ভারতীয় বংশোদ্ভূত শ্রী সাইনি। লস এঞ্জেলসে ডায়ানা হেডেন সাইনির মাথায় এই শিরোপা পরিয়ে দেন।

শ্রী সাইনির কাছে এ শিরোপা যেনো স্বপ্নের মতোই। কারণ এতদূর আসার পথটা মোটেও মসৃণ ছিল না তার।

ছোটবেলায় সড়ক দুর্ঘটনায় পড়লে মাত্র ১২ বছর বয়সেই তার হৃদযন্ত্রে বসানো হয় পেসমেকার। সে দুর্ঘটনায় তার সমস্ত মুখটাই পুড়ে গিয়েছিল। তবে থেমে থাকেননি শ্রী সাইনি। ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন। অপরিসীম অধ্যবসায়, জেদ আর সংকল্পের কারণেই শূন্য থেকে ক্রমশ উপরে উঠেছেন তিনি। হয়েছেন এবছরের ‘মিস ওয়ার্ল্ড আমেরিকা’।

এমন খেতাবে উচ্ছ্বসিত শ্রী সাইনি জানান, তিনি দারুণ খুশি। আবার ভয়ও করছে। সবকিছুই সম্ভব হয়েছে মা-বাবার জন্য, বিশেষ করে মায়ের জন্য। এই খেতাব পেয়ে সত্যিই সম্মানিত বোধ করছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]