6874

04/25/2025 ফোর্বসের ৪০০ ধনী আমেরিকানের তালিকায় নাম নেই ট্রাম্পের

ফোর্বসের ৪০০ ধনী আমেরিকানের তালিকায় নাম নেই ট্রাম্পের

আর্ন্তজাতিক ডেস্ক

৭ অক্টোবর ২০২১ ১৬:৫৫

মার্কিন সাময়িকী ফোর্বসের ৪০০ ধনী আমেরিকানের তালিকায় নাম আসেনি আবাসন ব্যবসায়ী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গত ২৫ বছরের মধ্যে এবারই প্রথম ধনীর তালিকা থেকে বাদ পড়েছেন ট্রাম্প।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, ১ বছর আগে ট্রাম্পের যেই সম্পদ ছিল এখনও তার সেই পরিমাণ সম্পদই রয়েছে। তবে করোনা শুরুর পর তার ৬০ কোটি ডলার কম আয় হয়েছে।

ট্রাম্পের বর্তমানে ৩৫০ কোটি ডলারের সম্পদ রয়েছে। এর মধ্য থেকে ঋণের অর্থ বাদ দিলে তার সম্পদের পরিমাণ দাঁড়াবে ২৫০ কোটি ডলারে। চলতি বছর ৪০ কোটি ডলারের সম্পদ কম থাকায় তিনি ফোর্বসের ৪০০ ধনী মার্কিনির তালিকায় স্থান পাননি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]