6942

04/28/2025 পাকিস্তানের পরমাণু বোমার জনক আবদুল কাদির খান আর নেই

পাকিস্তানের পরমাণু বোমার জনক আবদুল কাদির খান আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

১০ অক্টোবর ২০২১ ২০:১৭

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পাকিস্তানের পরমাণু বোমার জনক ড. আবদুল কাদির খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

রোববার (১০ অক্টোবর) দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আজ ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তিনি মারা যান।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাট্টাক টুইটে লিখেছেন, এটি জাতির জন্য বড় শূন্যতা। জাতির প্রতি তার সেবার জন্য পাকিস্তান তাকে আজীবন স্মরণ করবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]