6976

04/25/2025 যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ২ জন নিহত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

১২ অক্টোবর ২০২১ ১৭:৪২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়াগোর কাছে একটি মাধ্যমিক বিদ্যালয়ে একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।

মঙ্গলবার (১২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১১ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে জানানো হয়, এই দুর্ঘটনার পর স্কুল ক্যাম্পাসের পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাড়িও আগুনে পুড়ে গেছে এবং ছড়িয়ে পড়া আগুনে কমপক্ষে দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

মার্কিন মিডিয়া এনবিসি সান দিয়াগো জানিয়েছে, বিধ্বস্ত এই বিমানটি সি-৩৪০ মডেলের দুই ইঞ্জিন বিশিষ্ট একটি বিমান। সোমবার বিমানটি সান দিয়াগোর মন্টেগোমেরি ফিল্ড থেকে অ্যারিজোনা অঙ্গরাজ্যের ইউমাতে যাচ্ছিল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]